,

১১ জানুয়ারির পর হতে পারে বৃষ্টি, বাড়তে পারে শীত

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ আজ বলেন, ১১ জানুয়ারির পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর শীতের প্রকোপ বাড়বে। দেশের উত্তর-পশ্চিমাংশের প্রথমে বৃষ্টি হবে। পরে তা দেশের অন্যত্র বিস্তৃত হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ মধ্যরাত থেকে কাল রোববার সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও ও নদী অববাহিকা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে; বাড়তে পারে দিনের তাপমাত্রা।

আজ রাজধানী ঢাকায় সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন নীলফামারীর ডিমলায়, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এই বিভাগের আরও খবর