,

সোমালিয়ায় মার্কিন বিমান হামলা, নিহত ৬০

সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় উগ্রবাদী সংগঠন আল শাবাবের অন্তত ৬০ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

শুক্রবার মুডাগপ্রদেশের ওই বিমান হামলাটি ২০১৭ সালের পর সবচেয়ে বড় হামলা। একই স্থানে ২০১৭ সালের হামলায় নিহত হয়েছিলেন প্রায় ১০০ জন। খবর আলজাজিরা।

খবরে বলা হয়েছে, শুক্রবার সোমালিয়ার মুদুং প্রদেশের আল-শাবাব নিয়ন্ত্রিত হারারডেরে এলাকায় এ বিমান হামলা পরিচালনা করা হয়। মঙ্গলবার ইউএস-আফ্রিকা কমান্ড এক বিবৃতে এ অভিযানের কথা প্রকাশ করে। বিবৃতিতে দাবি করা হয়েছে, অভিযান চলাকালীন কোনো বেসামরিক নাগরিক আহত বা নিহত হয়নি।

২০১৭ সালের নভেম্বর মাসের পর এটিই আল-শাবাব জঙ্গিদের বিরুদ্ধে সবথেকে ভয়াবহ মার্কিন হামলা। গত বছরের ওই বিমান হামলায় শতাধিক জঙ্গি নিহত হয়েছিল। এ বছর যুক্তরাষ্ট্র সোমালিয়ায় আল-কায়দা সমর্থিত জঙ্গিদের বিরুদ্ধে ২৪টি বিমান হামলা পরিচালনা করেছে।

রোববার দেশটিতে আল-শাবাবের ট্রাক বোমা হামলায় ৫শতাধিক মানুষের নিহত হওয়ার এক বছর পূর্ন হয়েছে।

এই বিভাগের আরও খবর