,

ঢাকার ফ্লাইট চলে গেল সিলেটে

ফাইল ফটো

বিডিনিউজ ১০. ডটকম: ঘনকুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সমস্যা হচ্ছিল টানা কয়েকদিন ধরে।
আজও দুটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। জরুরি অবতরণের পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট দুটি আবার গন্তব্যে ছেড়ে যায়।
শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টা ৫৫ মিনিটে কাতারের দোহা থেকে আসা ইউএস-বাংলার একটি ফ্লাইট এবং ৯টা ৪৪ মিনিটে চীনের গুয়াংজু থেকে আসা ইউএস-বাংলার আরেকটি ফ্লাইট সিলেটে অবতরণ করে।
এ নিয়ে আবহাওয়ার কারণে চার দিনের ব্যবধানে সিলেটে ৪টি ফ্লাইটের জরুরি অবতরণের ঘটনা ঘটল। এর আগে গত বুধবার ঘনকুয়াশায় বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছিল।
এ ছাড়া ৬ জানুয়ারি একটি এবং ২ জানুয়ারি ৫টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল।

এই বিভাগের আরও খবর