,

গোপালগঞ্জে সুপ্রীম সীডের হীরা-৯ ধানের মেগা মাঠ দিবস

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে শতাধিক কৃষকদের নিয়ে সুপ্রীম সীডের হীরা -৯ জাতের ধানের মেগা মাঠ দিবস পালিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকালে উপজেলার রাহুথর ইউনিয়নের শিল্টা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য রুমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির এজিএম কৃষিবিদ হাফিজুর রহমান। জোনাল ম্যানেজার কৃষিবীদ মশিউর রহমানসহ উপস্থিত অতিথিবৃন্দ

অনুষ্ঠানে বক্তারা হীরা -৯ ধানের বৈশিষ্ট্য কৃষকদের মাঝে তুলে ধরে বলেন, এ জাতের ধানের বৈশিষ্ট্য হলো বোরো মৌসুমে আবাদকৃত মাঝারী মোটা ধান। হীরা -৯ ধান চারা বপন থেকে জমিতে কাটা পর্যন্ত ১৫০ দিন সময় লাগে। লম্বা শীষ। প্রতিটি শীষের দৈর্ঘ্য প্রায় ১২ ইঞ্চি। বি এল বি প্রতিরোধি, কার্যকরী কুশির সংখ্যা বেশী। ফলন প্রতি শতকে ১ মন। অনান্য জাতের চেয়ে রোগ বালাই কম।

এছাড়াও হীরা-৯ ধানের বিশেষ গুনাগুন তুলে ধরা হয়। এরপর কৃষকদের নিয়ে ধানের জমি পরিদর্শন ও ভালো ফলন পেতে বেশ কিছু পরামর্শ দেন সুপ্রিম সীডের কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর