,

চলাচলের পথে বাঁশের বেড়া, ‘দুর্ভোগে’ দুই পরিবার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে দ্বন্দ্বে দুটি পরিবারের বাড়ির প্রবেশ পথে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে প্রতিবেশিদের বিরুদ্ধে। এতে দুর্ভোগে পড়েছে ওই দুই পরিবারের লোকজন।

উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি চেয়ারম্যানের দ্বারস্থ হয়েও কোনো কাজ হয়নি।

শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে যেতে ভোগান্তি পোহাচ্ছে শিক্ষার্থীরা। বয়োজেষ্ঠরাও পড়েছেন বিপাকে। কোন মতে পাশের একটি সরু পথ দিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন তারা।

বাঁশের বেড়া অপসারণ করে চলাচলের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা।

ভূক্তভোগী তাসলিমা বেগম বলেন, ‘আমাদের পূর্বপুরুষের আমল থেকে আমরা এখানে বসবাস করছি। সেই থেকে পথটি চলাচলে ব্যবহার করে আসছি। জমি নিয়ে দ্বন্দ্বে গত ১২ এপ্রিল প্রতিবেশি নিয়াম শেখ, মুরসালিন শেখ, রিয়াজ শেখ আমাদের বাড়ির প্রবেশ পথে বাঁশের বেড়া দিয়ে কলা ও কচুগাছ লাগিয়ে দিয়েছে। এতে আমাদের বাড়িতে আসা-যাওয়ার একমাত্র পথ বন্ধ হয়ে গেছে। বাড়ি থেকে বের হতে পারছি না। ছেলে-মেয়েরা স্কুল-কলেজে যেতে পারছে না। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি চেয়ারম্যানের কাছে গিয়েও কোন কাজ হয়নি। আমাদের বাড়ি থেকে বের হতে পথের ব্যবস্থা করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

অপর ভূক্তভোগী জোসনা বেগম বলেন, ‘আমার বাড়ি থেকে বের হওয়ার পথ প্রতিবেশিরা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। এছাড়া আমার বিল্ডিং ঘেঁষে নালা খুড়ে রেখেছে। যাতে আমরা চলাচল করতে না পারি। এতে চলাচলে প্রতিবন্ধকতার পাশাপাশি আমার জায়গা ভেঙে যাচ্ছে।’

এ বিষয় প্রতিবেশী মুরসালিন শেখের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘ওখানে কোন পথ ছিল না। আমরা আমাদের জায়গায় বেড়া দিয়েছি। উল্টো প্রতিপক্ষরা আমাদের জায়গা জড়িয়ে ঘর তুলেছে। এমনকি আমাদের গায়েও হাত তুলেছেন তারা। যে কারণে আমরা বেড়া দিয়েছে এবং ওখানে আমরা বসতঘর তুলবো।’

ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুল আলম বিটুল বলেন, ‘চলাচলের পথ বন্ধের বিষয়টি আমি শুনেছি। তবে যারা পথ বন্ধ করে দিয়েছে, তাদের ওই জমি রেকর্ডীয় সম্পত্তি। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমাধানের চেষ্টা করবো।’

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুজ্জামান সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘আমি এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে আপনাদের মাধ্যমে বিষয়টি জানলাম। অভিযোগ পেলে দ্রæত ব্যবস্থা নেয়া হবে।’

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর