,

সড়ক দুর্ঘটনা রোধে মন্ত্রীর বিবৃতি দাবি বিরোধী দলের

নিজস্ব প্রতিবেদক: সংসদের বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্য ও সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সড়ক দুর্ঘটনা বন্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে তা দেশের মানুষকে জানাতে সংসদে ৩০০ বিধিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার সংসদ অধিবেশনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিবৃতি দাবি জানান তিনি।

এ সময় মুজিবুল হক চুন্নু বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা বেশি হয়। কিন্তু ইদানীং এই সড়ক দুর্ঘটনা আরও বেড়ে গেছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক দুর্ঘটনা বন্ধে মন্ত্রিসভার বৈঠকে দূরপাল্লার যানবাহনে পাঁচ ঘণ্টার বেশি হলে বিকল্প চালক রাখাসহ বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশ বাস্তবায়ন হচ্ছে কিনা জানা নেই।তিনি আরো বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেখা যায় সড়কে গিয়ে সিএনজি চালকের লাইসেন্স আছে কিনা দেখেন। এই যে সড়ক দুর্ঘটনা হচ্ছে, এটা দেখার কেউ নেই। সড়ক দুর্ঘটনা প্রায়শই মানুষ মারা যাচ্ছে। বিশেষ করে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা রাস্তা পার হতে গিয়ে এবং যানজটে পড়ে সব চেয়ে বেশী অসুবিধায় পড়ছে, মারাও যাচ্ছে বেশী। এতে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে বলবো, সড়ক দুর্ঘটনা বন্ধে সার্বিক বিষয়ে সরকার কি ব্যবস্থা নিচ্ছে, কি সিদ্ধান্ত নিয়েছে সেটা মানুষকে জানাতে হবে।

 

এই বিভাগের আরও খবর