,

৪ বছর পর কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: চার বছর পর নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি আগামী ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়া সফর করবেন বলে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু জানান।

বুধবার তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করার ইচ্ছা প্রকাশ করেছেন। এ উপলক্ষে আমরা জনসভার মাঠটি পরিদর্শন করেছি।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দিন পর কোটালীপাড়ায় আসবেন। তার এই আগমনে আমরা আনন্দিত। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতা-কর্মীর মাঝে উদ্দীপনা বিরাজ করছে। এই জনসভাকে সফল করতে আমরা দলীয় নেতাকর্মীরা এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।

জনসভার মাঠ পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম বাদল, কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন, যুবলীগ নেতা লিটু তালুকদার।

এই বিভাগের আরও খবর