,

মানব উন্নয়ন সূচকে দুই ধাপ এগোল বাংলাদেশ

বিডিনিউজ ১০ ডটকম: এ বছর মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থার উন্নতি হয়েছে। এক বছরের ব্যবধানে দুই ধাপ এগিয়েছে দেশ।

এবারের প্রতিবেদন অনুযায়ী, ১৮৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩তম। গতবার বাংলাদেশ ছিলো ১৩৫তম স্থানে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির ২০২০ সালের মানব উন্নয়ন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ভারত ও পাকিস্তান এবার দুই ধাপ করে পিছিয়েছে। ভারত ও পাকিস্তান যথাক্রমে ১৩১ ও ১৫৪তম স্থানে।

ইউএনডিপি বলছে, ভারতের চেয়ে বাংলাদেশের হাসপাতালে শয্যাসুবিধা বেশি, যদিও চাহিদার তুলনায় হাসপাতালের শয্যাসংখ্যা অপ্রতুল। বাংলাদেশের প্রতি ১০ হাজার নাগরিকের জন্য গড়ে ৮টি হাসপাতাল শয্যা রয়েছে। ভারতে ও পাকিস্তানে এর সংখ্যা ৬টি। তবে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের অনুপাতে বাংলাদেশের চেয়ে ভারত এগিয়ে আছে। অগ্রগতি সত্ত্বেও সার্বিকভাবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থানের পরিবর্তন হয়নি।

এদিকে, দক্ষিণ এশিয়ায় শীর্ষে আছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার অবস্থান ৭২তম। গতবারের মতো আট দেশের মধ্যে বাংলাদেশ পঞ্চম।

আর, সারা বিশ্বের মানব উন্নয়ন পরিস্থিতি সবচেয়ে ভালো নরওয়েতে। এবারও দেশটি শীর্ষস্থান দখল করেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ড।

এই বিভাগের আরও খবর