,

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

জেলা প্রতিনিধি, পঞ্চগড়: দেশের উত্তরের জেলা হিমালয়কন্যাখ্যাত পঞ্চগড়ে তাপমাত্রা নেমে এসেছে ছয় ডিগ্রির ঘরে। আজ শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান জানান, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ওঠা-নামা করছে। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস।

রাত থেকে সকাল পর্যন্ত গুঁড়িগুঁড়ি বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা ঝরছে। তীব্র শীতে বিপাকে পড়েছেন জেলার শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। শীত উপেক্ষা করে পরিবারের জন্য খাবার জোগাতে কাজের সন্ধানে ছুটে চলছেন তারা। অন্যদিকে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকায় জেলার বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু  শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ আরো কিছু এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

এই বিভাগের আরও খবর