,

সম্পূর্ণভাবে একটা ফরমায়েশি রায়: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর— ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় রায়কে ‘সম্পূর্ণভাবে ফরমায়েশি রায়’ আখ্যা দিয়ে বিএনপি এ রায় প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশপাশি রায়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার দুপুরে রাজধানীর নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করছি, এই রায় কোনোমতেই ন্যায়বিচার নয়। বেগম জিয়া ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।’

তিনি বলেন, ‘এটা সম্পূর্ণভাবে একটা ফরমায়েশি রায়। সরকার যা বলেছে, যা চেয়েছে এবং সরকারের মন্ত্রীরা যা বলেছেন, সেগুলোর প্রতিফলন এই রায়। তাই আমরা এই রায় প্রত্যাখান করছি। একইসঙ্গে আমরা মনে করছি, জনগণ যা চাচ্ছে, তার বাইরে আরেকটি নির্বাচন করতে চাচ্ছে সরকার।’

বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং বেগম জিয়াকে রাজনীতি ও আসন্ন নির্বাচন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটি সাজানো মামলায় সম্পূর্ণ বেআইনিভাবে কোনো সাক্ষ্য-প্রমাণ ছাড়াই তাকে সাজা দেওয়া হয়েছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আরেকটি ‘মিথ্যা মামলায়’ জড়িয়ে সাজা দেওয়া হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘এই বিচারকার্য একতরফাভাবে চলেছে। অসুস্থ হওয়ার পর বেগম জিয়া আদালতে আসতে পারছিলেন না। এরপর বেগম জিয়ার বিচার করার জন্য আদালত বসানো হয় কারাগারে!’

তিনি বলেন, ‘রায়ের প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে জেলা সদর ও মহানগরগুলোতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও দেশের সকল মানুষকে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের পর রায়ের প্রতিবাদে নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর-বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিল থেকে বেগম জিয়াকে দেওয়া ৭ বছরের সাজার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর