,

হজযাত্রীদের বিমান ভাড়া ১০ হাজার টাকা কমাল সরকার

File Photo

বিডিনিউজ ১০ ডেস্ক: ২০১৯ সালে হজযাত্রীদের বিমানের ভাড়া ৩৮ হাজার ১৯১ টাকা থেকে ১০ হাজার কমিয়ে ২৮ হাজার করেছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ কথা জানিয়ে বলেন, এবছর হজে যাওয়া যাত্রীদের বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার প্রত্যেক হজযাত্রীকে ভাড়া দিতে হবে এক লাখ ২৮ হাজার টাকা। যা গতবছরের চেয়ে ১০ হাজার ১৯১ টাকা কমেছে।
এ সময় হজ পালনে জড়িত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাকে মুসল্লিদের পরিবহনে ভালোমানের প্লেন ব্যবহারের আহ্বান জানান প্রতিমন্ত্রী মাহবুব আলী৷

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর