কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মে) দুপুরে কাশিয়ানী সদরের পূর্বপাড়া আলমগীর হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজমিস্ত্রী চাঁদপুর সদর উপজেলার বাখরপুর গ্রামের ছলেমান মিয়ার ছেলে ইসমাইল হোসেন সুমন (৪৫) ও রাজমিস্ত্রীর সহকারী গাইবান্ধা জেলার নাহিদ (২০)।
ভাটিয়াপাড়া ফায়ার ষ্টেশনের লিডার মো. রাকিবুল ইসলাম জানান, নির্মানাধীন ওই সেপটিক ট্যাংকে হেলপার নাহিদ শাটারিং খুলতে নামেন। দীর্ঘ সময় উঠে না আসায় প্রধান মিস্ত্রী সুমন মিয়া তাকে খুঁজতে গিয়ে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় মিস্ত্রী সুমন তাকে উদ্ধার করতে ট্যাংকির মধ্যে নেমে তিনিও অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ফায়ার ফাইটার মো. মনিরুল ইসলাম বলেন, সেফটিক ট্যাংকের মধ্যে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
-লিয়াকত হোসেন লিংকন