,

শিক্ষা সফর শেষে বাড়ি ফেরা হলো না শিক্ষক সালমার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে শিক্ষা সফর শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষক সালমা বেগম (৪৫)। বাগেরহাট থেকে শিক্ষা সফর শেষে বাস থেকে নেমে রাস্তা সড়ক পার হতে গিয়ে বাসচাপায় নিহত হন তিনি।

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

সালমা বেগম কাশিয়ানী উপজেলার মাজড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবু বক্কর শেখের (দুলু) স্ত্রী ও মাজড়া আলহেরা কিন্ডারগার্টেনের শিক্ষক।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা এক ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ ও কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক করেন।

কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এএসআই মো. ইউসুফ বিশ্বাস জানান, বাগেরহাট থেকে শিক্ষা সফর শেষে ওই শিক্ষিকা মাজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে নামেন। রাত সাড়ে ৮ টার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সালমা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর