,

বিনামূল্যে পাওয়া যাবে ০১৪

বিডিনিউজ ১০, তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিনামূল্যে মিলবে বাংলালিংকের নতুন নম্বর সিরিজ ০১৪ সিম। শুক্রবার থেকে গ্রাহকরা এ সিমকার্ড অপারেটরটির কাস্টমার কেয়ার এবং সার্ভিস পয়েন্ট থেকে নিতে পারবেন।

সিমটি কিনলে গ্রাহক সারা জীবন ৫৪ পয়সা (ভ্যাট ও অন্যান্য চার্জ ছাড়া) মিনিট রেটে কথা বলতে পারবেন।

এ ছাড়া প্রথমবার ৪৮ টাকা রিচার্জে ৯০ দিনের জন্য যে কোনো অপারেটরে প্রতি সেকেন্ড ১ পয়সা রেট পাওয়া যাবে। মিলবে এক জিবি ফ্রি ডেটা।

বৃহস্পতিবার বাংলালিংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারকে প্রথম কল দিয়ে নম্বর সিরিজটির উদ্বোধন করেন।

এই বিভাগের আরও খবর