,

দুর্ঘটনার কবলে মমতার গাড়ি বহর

দুর্ঘটনার কবলে মমতার গাড়ি বহর

আন্তর্জাতিক ডেস্ক, বিডিনিউজ ১০ ডটকম: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণেশ্বরে একটি স্কাইওয়াক উদ্বোধনে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বহর। সোমবার বিকেলে হাওড়ার সলপের কাছে এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত দু’জন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর গাড়ি বহরে থাকা হাওড়া সিটি পুলিশের একটি গাড়ি আচমকা উল্টে যায়। এতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মমতার গাড়ি বহরের যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে, তার ঠিক দু’টি গাড়ি সামনেই ছিল মুখ্যমন্ত্রীর গাড়ি। বিকেলে দক্ষিণেশ্বরে স্কাইওয়াক উদ্বোধনে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রীর গাড়ি দাড়িয়ে যায়। পুলিশকর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে তিনি দক্ষিণেশ্বরের উদ্দেশে রওনা দেন।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্র বলছে, মমতার গাড়ি বহরের একেবারে পেছনের দিকে থাকা তিনটি গাড়ির মধ্যে একটি হঠাৎ ব্রেক কষে বসে। এর ফলে দ্রুতগতিতে ছুটতে থাকা শেষের গাড়িটি ব্রেক কষতে গিয়ে উল্টে যায়।

 

এই বিভাগের আরও খবর