,

মন্ডপে পূজা দেখতে গিয়ে পদপিষ্টে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক:  মন্ডপে প্রতিমা দর্শনের অতিরিক্ত ভিড়। আর সেই ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ গেল ২ মহিলা এবং ১ শিশুর। ভারতের বিহাররাজ‍্যের গোপালগঞ্জের ঘটনায় শোকের ছায়া।
মহানবমীর রাত ৮ টা ৩০ মিনিটে বিহারের গোপালগঞ্জে রাজা ডাল পুজো মন্ডপে অতিরিক্ত ভিড় ছিল। ভিতরে একটি শিশু প্রথমে পদপিষ্ট হয়ে যায়। শিশুকে তুলতে গিয়ে আরও ২ জন পড়ে যান।
প্রচন্ড ভিড়ে দমবন্ধ হয়ে যায় সকলের। তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানান, প্রাণ হারান সকলেই। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব‍্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দেওয়া হয়।
পুলিশের দাবি, মন্ডপে অতিরিক্ত ভিড়ের কারনে এই বিপত্তি। মন্ডপে ভিড় সামাল দেওয়ার যথোপযুক্ত ব‍্যবস্থা ছিল না বলেই দাবি স্থানীয়দের। কেন পুজো উদ‍্যোক্তারা মন্ডপে ভিড় নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ নেয়নি উঠছে নানা প্রশ্ন।

এই বিভাগের আরও খবর