বিডিনিউজ ১০ডেস্ক: ইংরেজি ক্যালেন্ডারের হিসাবে ২০২৩ সালে দুর্গাপুজো হবে অক্টোবরের শেষে। ২ কার্তিক ইংরেজি ২০ অক্টোবর শুক্রবার ষষ্ঠীতে শুরু হবে দুর্গাপুজো। ওই দিন রাত ১১.২৪ মিনিটে লাগবে সপ্তমী।
শনিবার ২১ অক্টোবর পড়েছে সপ্তমী। ওই দিন রাত ৯.৫৪ মিনিটে লাগবে অষ্টমী। ২২ অক্টোবর রবিবার হবে অষ্টমী পুজো। ওই দিন রাত ৭.৫৯ মিনিটে লাগবে নবমী। ২৩ অক্টোবর সোমবার নবমী। ওই দিন বিকেল ৫.৪৫ মিনিটে লাগবে দশমী। ২৪ অক্টোবর মঙ্গলবার পড়েছে বিজয়া দশমী। মহালয়া পড়েছে ১৪ অক্টোবর।
অক্টোবরের শেষে পুজো হওয়ায় ততদিন রাজ্যের ওপর থেকে বর্ষা বিদায় নেবে বলে অনুমান। যার জেরে হালকা শীতের আমেজ থাকবে রাজ্যজুড়ে। বর্ষার বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ওই সময় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে অক্টোবরে তৈরি ঘূর্ণিঝড় সাধারণত তামিলনাড়ু বা অন্ধ্র প্রদেশের দিকে চলে যায়। তাই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পুজোয় পড়ার সম্ভাবনা নগন্য। তবে বৃষ্টি হতে পারে।
-হিন্দুস্থান টাইমস