,

গোপালগঞ্জে ১৩ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী

মাদ্রাসাছাত্রী লিয়া খানম (১২)

গোপালগঞ্জ, বিডিনিউজ ১০ ডটকম: গোপালগেঞ্জ ১৩ দিন ধরে মাদ্রাসা ছাত্রী লিয়া খানম (১২) নিখোঁজ রয়েছে।

এ ব্যাপারে লিয়া খানমের মা আন্না বেগম গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

লিয়া খানম টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের মদিনাতুল উলুম মহিলা কওমি মাদ্রাসা ও এতিমখানার ৪র্থ শ্রেণির ছাত্রী। তাদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় গ্রামে।

মাদ্রাসা ছাত্রী লিয়া খানমের মা আন্না বেগম বলেন, আমার মেয়ে টুঙ্গিপাড়ার ওই মাদ্রাসায় থেকে পড়াশোনা করত। কোরবানীর ঈদের ছুটিতে সে মাদ্রাসা থেকে বলাকইড় গ্রামে আসে। আমার সঙ্গে ঈদ করে। ঈদের ছুটি শেষে গত ২৪ আগস্ট লিয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকা থেকে সে একটি মাহেন্দ্রতে ওঠে। তারপর সে মাদ্রসায় যায়নি, এমনকি বাড়িতেও ফিরে আসেনি। আতœীয় স্বজনের বাড়ি সহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। অবশেষে গত ২৯ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় এ ব্যাপারে একটি জিডি দায়ের করেছি।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে জিডি দায়ের করা হয়েছে। ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ।

এই বিভাগের আরও খবর