,

এক জাহিদই গুঁড়িয়ে দিলেন মোহামেডানকে

বিডিনিউজ ১০ ক্রীড়া ডেস্ক: মোহামেডানের সঙ্গে অতীত অভিজ্ঞতাটা ভালো নয় জাহিদ হোসেনের। ২০১৫ সালে বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোহামেডানকে সাড়ে ১৬ লাখ টাকা ফেরত দিয়েছিলেন এ কুশলি মিডফিল্ডার। তারপর থেকেই মোহামেডানের বিরুদ্ধে খেলতে নামলেই জ্বলে ওঠার চেষ্টা করেন জাহিদ।

শুক্রবার ময়নমনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডানের উপর জাহিদ নিলেন নিষ্ঠুর প্রতিশোধ। আরামবাগের জার্সি গায়ে জাহিদ হ্যাটট্রিক করলেন পুরোনো ক্লাবের বিরুদ্ধে। মোহামেডান হারলো ৪-১ গোলে।

বিজেএমসির বিরুদ্ধে ২-১ গোলের জয়ে লিগ শুরু করা মোহামেডান দ্বিতীয় ম্যাচেই বিধ্বস্ত। এক জাহিদই গুঁড়িয়ে দিলেন সাদাকালোদের। নিজেদের ভেন্যুতে রাসেলের কাছে হার দিয়ে লিগ শুরু করেছিল। ঘুরে দাঁড়ানোর ম্যাচটি তাদের স্মরণীয় করে রাখলেন জাহিদ।

১২ মিনিটে প্রথম গোল, ৬৬ মিনিটে দ্বিতীয়টি জাহিদের। মাঝে ৫৯ মিনিটে মোহামেডানের কায়সার রাব্বি গোল করে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ফিরিয়ে আনার আভাস দিয়েছিলেন। ৭৭ মিনিটে আরামবাগের তৃতীয় গোল করেন চিনেদু। জাহিদ ৮৩ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন। বড় করেন জয়ের ব্যবধানও।

দুই ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট ৩ করে।

 

এই বিভাগের আরও খবর