,

টি-টোয়েন্টি বিশ্বকাপ দল নিয়ে উচ্ছ্বসিত সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের সাম্প্রতিক টি-টোয়েন্টি পারফরম্যান্স খুব একটা সুখকর নয়। টানা হারে বিপর্যস্ত টিম টাইগার্স।

এমন বাস্তবতায় একঝাঁক তরুণ নিয়ে গড়া হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল। দলের অভ্যন্তরীণ অবস্থা আপাতদৃষ্টিতে ভালো না হলেও দল নিয়ে বেশ খুশি সাকিব।

টানা হারের পরও এই দল নিয়ে বিশ্বকাপের মঞ্চে খেলতে মুখিয়ে রয়েছেন দেশের ক্রিকেটের এই পোস্টারবয়।

শনিবার বিশ্বকাপ উপলক্ষে অধিনায়কদের নিয়ে করা ফটোসেশনে সাকিব এমনটাই জানান।

সাকিব বলেন, ‘আমি মনে করি, আমরা একটি খুব এক্সাইটিং দল পেয়েছি। আমাদের বেশির ভাগই নতুন। তাই তাদের জন্য এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা হবে।

‘আমিসহ আমরা সবাই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি খেলছি। তাই এটি নতুন অভিজ্ঞতা।’

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। সিরিজে চার ম্যাচের চারটিতেই হারতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

হারের পরও জাতীয় দলের প্রস্তুতি ভালো হয়েছে বলে মনে করছেন টি-টোয়েন্টি দলপতি।

সাকিব বলেন, ‘আমি মনে করি, আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা ক্রাইস্টচার্চে দুটি খুব ভালো দলের বিপক্ষে চারটি ম্যাচ খেলেছি। তাই আমরা জানি যে অস্ট্রেলিয়ায় ভালো পারফর্ম করার জন্য আমাদের কী করতে হবে এবং আমরা ভালো করার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছি।’

এই বিভাগের আরও খবর