স্পোর্টস ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বেঁধে দেয়া ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। ৪৭ রানেই সাজঘরে ফিরেছেন চার ব্যাটার।
দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে রানের পাহাড় গড়ে দুই প্রোটিয়া ব্যাটার রুশো ও ডি কক। দুইজনের চার ছক্কার ঝড়ে ২০৫ রানের বিশাল সংগ্রহ পায় তারা। ৫৬ বলে ১০৯ রান করে আউট হন রুশো। ডি কক খেলেন ৩৮ বলে ৬৩ রানের কার্যকরী ইনিংস।
২০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। প্রথমে ভালো শুরু করলেও ২৬ রানে খেল হারায় তারা। সৌম্য সরকারের উইকেট হারিয়ে ছন্দ হারাতে থাকেন ব্যাটাররা। দ্রুত সাজঘরে ফেরেন শান্ত, সাকিব ও আফিফ। অনরিখ নর্কিয়া একাই নিয়েছেন তিনটি উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ চার উইকেটে ৪৮ রান। পাওয়ার প্লেতে ৪৭ রান তুলে ব্যাটাররা।