,

আল-আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলিদের হামলা

বিডিনিউজ ১০, আর্ন্তজাতিক ডেস্কমুসলমানদের পবিত্র ভূমি জেরুজালেমের আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর আচমকা হামলা চালিয়েছে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের মধ্যে শতাধিক উগ্রপন্থি ইহুদি। রবিবার (৬ অক্টোবর) ইসরায়েলি সেনাদের সহায়তায় হামলাটি চালানো হয় বলে অভিযোগ নিরস্ত্র ফিলিস্তিনিদের।

হামলার সত্যতা নিশ্চিত করে জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্সের প্রধান শেখ আজম আল-খাতিব রামাল্লায় গণমাধ্যমকে বলেন, ‘রবিবার বিকালে ইসরায়েলি বাহিনীর কড়া পাহারার মধ্যে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের একটি দল মুসলমানদের কাছে অন্যতম পবিত্র ভূমি হিসেবে পরিচিত জেরুজালেমের আল-আকসা মসজিদে হামলাটি চালায়।’

তিনি আরও বলেন, ‘যখন মুসল্লিরা নামাজ আদায় করছিলেন তখনই উগ্রপন্থিরা মসজিদটির আল-মাঘারেব নামে ফটক থেকে প্রথম হামলাটি চালায়। পরে তারা গোটা মসজিদ প্রাঙ্গণে ভাঙচুর করে।’

ফিলিস্তিনিদের অভিযোগ, এর আগে গত মাসেও ইসরায়েলি সেনাদের সহায়তায় মসজিদটির একই স্থানে হামলা চালায় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা। তখন প্রায় দুইশ ৭০ জন একত্রিত হয়ে হামলাটি পরিচালনা করে। যদিও পরবর্তীতে সেই ঘটনাও ফলাউ করে গণমাধ্যমে প্রকাশিত হয়।

এই বিভাগের আরও খবর