,

’স্বতন্ত্র প্রার্থীর’ পক্ষে কাজ করায়, বীরমুক্তিযোদ্ধাকে মারধর

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহ-২ আসনের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় নৌকা প্রতীকের সমর্থকরা এক বীর মুক্তিযোদ্ধাকে মারধর করে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে।

আহত তাহাজ উদ্দিন মুন্সি হরিনাকুন্ডু উপজেলার সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার।

শহরের মুসা মিয়া আইসিটি সেন্টারে শনিবার সকালে তাহাজ উদ্দিন সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

তিনি তার লিখিত বক্তব্যে জানান, ২৯ ডিসেম্বর সকাল ১১টার দিকে হরিনাকুন্ডু উপজেলার জিন্দার মোড় বাজারে সেলুনে যান মুক্তিযোদ্ধা তাহাজ। ওই সময় নৌকা প্রতীকের সমর্থক রাহাতুল্লাহ তাকে গালিগালাজ করেন।

তিনি আরও অভিযোগ করেন, পরে স্বতন্ত্রের পক্ষে ভোট করতে বললে তাহাজ উদ্দিন অস্বীকার করেন। তখন তাকে রাহাতুল্লাহসহ করেকজন মারধর করে আহত করেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। সেই সঙ্গে প্রশাসনের আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাহাজ উদ্দিন।

অভিযোগের বিষয় রাহাতুল্লাহ বলেন, ‘উনার সঙ্গে তেমন কিছুই হয়নি। একটু তর্কবিতর্ক হয়েছে। এই ঘটনা উনি ফুলিয়ে ফাপিয়ে বড় করেছে।’

এই বিভাগের আরও খবর