,

সাগরের তলদেশ দিয়ে বিদ্যুৎ যাচ্ছে সন্দ্বীপে

ফাইল ফটো

বিডিনিউজ ১০ ডটকম ডেস্ক: সাগরের তলদেশ দিয়ে বিদ্যুৎ যাচ্ছে সন্দ্বীপে। এ বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে বৃহস্পতিবার থেকে জাতীয় গ্রিডে যুক্ত হল দ্বীপবাসী।

সাবমেরিন বিদ্যুৎ প্রকল্প ও পিডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বৃহস্পতিবার বিকাল ৩টায় সন্দ্বীপের এনাম নাহার ৩৩/১১ কেভি সাবস্টেশনে পরীক্ষামূলকভাবে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

এ ধরনের সাবমেরিন প্রকল্প দক্ষিণ এশিয়ায় প্রথম। ঠিকাদার প্রতিষ্ঠান চায়না কোম্পানি জেডটিটি ১৪৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করে। আগামী কয়েকদিন পরীক্ষামূলকভাবে এটি চালু থাকবে। এ মাসের যে কোনোদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

জানা গেছে, এ সাবস্টেশন থেকে আপাতত পুরনো ২২শ’ গ্রাহক পর্যায়ক্রমে জাতীয় গ্রিডের বিদ্যুৎ পাবেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রথম দফায় ১০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাবে দ্বীপের ১০ হাজার পরিবার। দ্বীপে শতভাগ বিদ্যুৎ সংযোগ দিতে সঞ্চালন লাইনের জন্য সম্প্রতি আরও ৩০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর