,

মুকসুদপুরে সরকারি জমিতে ঘর তুলতে বাঁধা দেয়ায় ভূমি কর্মকর্তা লাঞ্ছিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি খাস জমিতে ঘর তুলতে বাঁধা দিতে গিয়ে স্থানীয় ভূমিদস্যূদের হাতে লাঞ্ছিত হয়েছেন জলিরপাড় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিপটন মন্ডল।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার জলিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মুকসুদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লাঞ্ছিত লিপটন মন্ডল জানান, গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কের পাশে সরকারি খাস খতিয়ানভূক্ত জমিতে ওই এলাকার বিচরণ মজুমদার ও তার ছেলে বিধান মজুমদার অবৈধভাবে ঘর তুলতেছিল। বিষয়টি জানতে পেরে ভূমি কর্মকর্তা তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমত হোসেনকে জানান। আসমত হোসেনের নির্দেশে ভূমি কর্মকর্তা লিপটন মন্ডল তার অফিস সহকারী আবু সাঈদ দাঁড়িয়াকে সঙ্গে নিয়ে ঘর নির্মাণ কাজে বাঁধা দিতে এবং সরেজমিনে প্রতিবেদন তৈরীর জন্য ঘটনাস্থলে যান। এ সময় বিচরণ মজুমদারের নেতৃত্বে ১৫/২০ জন লোক সংঘবদ্ধ হয়ে ভূমি কর্মকর্তা ও তার অফিস সহকারীকে মারধর করার চেষ্টা করে এবং গায়ে হাত দিয়ে ধাক্কাধাক্কি করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে।

মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসমত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত মামলা করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

মুকসুদপুর থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ভূমি কর্মকর্তা লিপটন মন্ডল বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

এই বিভাগের আরও খবর