বিনোদন ডেস্ক, বিডিনিউজ ১০ ডটকম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন কিনবেন অভিনেত্রী ময়ূরী-এমন সংবাদের পরেই গণমাধ্যমকে ভিন্ন কথা জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ঢালিউডে খোলামেলা অভিনয় করে এক সময় আলোচনায় আসা মযূরী বলেন, নির্বাচনে আসার খবরটি সম্পূর্ণই গুজব। কোনো সম্ভাবনাই নেই তার রাজনীতিতে আসার। বিএনপির সঙ্গে কখনই কোনোরকম ব্যক্তি সম্পর্কও ছিল না তার।
এই অভিনেত্রী বলেন, ‘আমার কিছু কাছের মানুষ ও বন্ধুরা আছেন, যারা আওয়ামী লীগের রাজনীতি করেন। কিন্তু বিএনপির রাজনীতির সঙ্গে কোনোরূপ সম্পৃক্ততা নেই আমার। কিন্তু কে বা কারা নিজের ইচ্ছামতো আমাকে বিএনপি থেকে নির্বাচনে নামিয়ে ফেলেছেন। সারাদিন অনেক গুজব শুনেছি আমার মনোনয়নপত্র কেনা নিয়ে। কিন্তু এটি মিথ্যা। আমি নির্বাচনও করছি না, রাজনীতিতেও নেই।’
নির্বাচনে আসা নিয়ে কথা বলার সময়, চলচ্চিত্রে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, ‘ভবিষ্যৎ নিয়ে কথা বলা মুশকিল। সবকিছু অনুকূলে থাকলে ফিরতেও পারি।