,

ধর্ষককে খুন করার গল্প নিয়ে আসছে মানসী প্রকৃতি

বিনোদন ডেস্ক: দেশ যখন ধর্ষকের বিচারের দাবিতে উত্তাল তখন ধর্ষককে খুন করার গল্প নিয়ে আসছেন অভিনেত্রী মানসী প্রকৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই খবর জানিয়েছেন অভিনেত্রী।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে একটি ফেসবুক রিলস আপলোড করেন মানসী। ওই রিলস ভিডিও থেকে জানা যায়, অভিনেত্রীর একটি নতুন নাটক আসছে। যার শিরোনাম ‘লোকাল বাসের যাত্রী’। এ নাটকে উঠে এসেছে একজন তরুণীর ধর্ষণের গল্প।

ভিডিওতে আরও দেখা যায়, নির্যাতনের শিকার তরুণীর চরিত্রে অভিনয় করা মানসী এক পর্যায় মেরে ফেলেন ধর্ষককে।
 
এমন পরিস্থিতিতে পরিচিতরা ঘাবড়ে গেলে অভিনেত্রী নাটকের সংলাপে বলেন, কী করছি, একটা ধর্ষককে খুন করছি, ভালো করছি।
প্রসঙ্গত,  মডেলিং ও নাটকে অভিনয়ের মাধ্যমে শোবিজ পাড়ায় পা রাখেন অভিনেত্রী মানসী প্রকৃতি। বর্তমানে ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও কাজ করছেন তিনি।
 

এই বিভাগের আরও খবর