,

ভারতে দিওয়ালির আতশবাজিতে ৭ জনের মৃত্যু

রতে এবার দিওয়ালির আতশবাজিতে অনেক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

বিডিনিউজ ১০, আর্ন্তজাতিক ডেস্কহিন্দু ধর্মাবলম্বীদের দিওয়ালি উৎসবকে কেন্দ্র করে আতশবাজির ঘটনায় গোটা ভারতে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ সোমবার (২৮ অক্টোবর) এই তথ্য জানিয়েছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এবারের দিওয়ালি উৎসবে রাজধানী দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। এছাড়া অন্যান্য শহরগুলোতেও কমবেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এতে গোটা ভারতে এখন পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে দিল্লির দমকল বাহিনী (ডিএফএস) জানিয়েছে, বিভিন্ন জায়গা থেকে আগুন লাগার তিন শতাধিক ঘটনার খবর পেয়েছে তারা। আর সেসব স্থানে অগ্নিনির্বাপনের কাজ করতে হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, আতশবাজির কারণে গোটা ভারতে শত শত মানুষ অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অনেকে শ্বাসকষ্টের সমস্যা নিয়েও ছুটে গেছেন হাসপাতালে। রাজস্থানের রাজধানী জয়পুরের এক হাসপাতালেই আতশবাজিতে দগ্ধ হয়ে ৪৯৮ জন ভর্তি হয়েছেন। যার মধ্যে ১০৮ জন মারাত্মক অসুস্থ।

পুলিশ জানিয়েছে, দিওয়ালি উপলক্ষে আতশবাজির ঘটনায় ছত্তিশগড় রাজ্যের কোন্ডাগাঁও জেলায় তিন জনের মৃত্যু হয়েছে। উড়িষ্যার ভুবনেশ্বর জেলায় একজন দগ্ধ হয়ে মারা গেছেন। এছাড়া আতশবাজির আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন সরকারি এক কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর