,

বিনামূল্যে বীজ ও সার পেলেন কাশিয়ানীর ৭শ’ কৃষক

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আঊশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সনজয় কুমার কুন্ডুর সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাজারুল ইসলামের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী এজাজুল করিম, মৎস্য কর্মকর্তা এস, এম শাহাজান সিরাজ, প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার, ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান মিয়া লুথু, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সজল ইমরান, মোছা: পারভিন প্রমুখ।

উপজেলার ৭০০ ক্ষুদ ও প্রান্তি কৃষকদের মাঝে এ ধান বীজ ও রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) বিতরণ করা হয়।

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর