,

বাউফলে আ. লীগ কার্যালয় দখলের অভিযোগ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি রোববার (৯ অক্টোবর) রাতে দখল করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১০ অক্টোবর) বাউফল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান লিটন এ অভিযোগ করেন।

তিনি বলেন, দীর্ঘ ১৫বছর পর্যন্ত ওই ঘরটি ভাড়া নিয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছি আমরা। গতকাল রাতে বাউফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম লোকজন নিয়ে কার্যালয়টি দখল করে সেখানে তার (জাহিদুল ইসলাম) ছবি দিয়ে আওয়ামী লীগের কার্যালয় নামে নতুন সাইনবোর্ড লাগিয়েছেন। অথচ আওয়ামী লীগের কোথাও কখনো তার সদস্য পদও ছিলো না, এখনো নেই। রাতের আঁধারে আওয়ামী লীগের কার্যালয় দখলের ঘটনা অত্যান্ত দুঃখজনক।

এ ঘটনায় ব্যবস্থা গ্রহণের জন্য দলের হাই কমান্ডের নিকট আবেদন জানাবেন বলে সাংবাদিকদের জানান মো. কামরুজ্জামান লিটন।

এ বিষয়ে বাউফল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বলেন, শুনেছি ছাত্রলীগের ছেলেরা আমার ছবি দিয়ে একটি সাইনবোর্ড লাগিয়ে ওইখানে বসেছে, কিন্তু এখানে দখল বা ভাঙচুরের কোনো ঘটেছে বলে আমার জানা নেই।

এই বিভাগের আরও খবর