,

বলিউড ছাড়ছেন সোনম কাপুর

বিডিনিউজ ১০, বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় নায়িকা সোনম কাপুর গত ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। বিয়ের চার মাস পার হতে না হতেই তার মা হওয়ার সংবাদ শোনা গিয়েছিলো। সোনম অবশ্য গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন ব্যাপারটি। নতুন খবর হলো বলিউডকে নাকি বিদায় জানচ্ছেন এই নায়িকা।

সোনমের স্বামী আহুজা লন্ডনেেই বসবাস করেন। সোনম কখনও লন্ডন তো কখনও মুম্বইয়ে কিংবা শ্বশুরবাড়ি দিল্লিতে যাতায়াত করেন। এবার বলিউড পাড়ায় গুঞ্জন উঠেছে মুম্বই ছেড়ে এবার পাকাপাকিভাবেই নাকি স্বামীর সঙ্গে লন্ডনে বসবাস শুরু করবেন সোনম কাপুর।

শোনা যাচ্ছে, মুম্বইয়ের ধীরুভাই আম্বানি স্কুল সংলগ্ন বান্দ্রা কুরলা কমপ্লেক্সে তার ৩৫ কোটির বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিতে চাইছেন সোনম। এই বাড়িটি বিক্রি করে সোনম নাকি লন্ডনের নটিং হিলে একটি বড় ফ্ল্যাট কিনবেন।

প্রসঙ্গত, শেষবার বাবা অনিল কাপুরের সঙ্গে ‘এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লগা’ ছবিতে দেখা যায় সোনমকে। এই মুহূর্তে অভিষেক শর্মার ‘দ্যা জোয়া ফ্যাক্টর’ ছবির শুটিং করছেন সোনম। যে ছবিতে সোনমের বিপরীতে দেখা যাবে ডালকুয়ার সালমানকে। সোনম ভক্তদের প্রশ্ন তবে কি এই ছবিই সোনমের বলিউডের শেষ ছবি হতে চলেছে?

এই বিভাগের আরও খবর