,

বনানীর অগ্নিকাণ্ডে শ্রীলঙ্কার নাগরিকসহ দুজন নিহত

বিডিনিউজ ১০ ডেস্করাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে ২২তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একজন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন মারা গেছেন।

ঢামেকে নিহত ব্যক্তির নাম আব্দুল্লাহ আল ফারুক এবং কুর্মিটোলায় নিহতের নাম নিরস ভিগ্নে রাজা (৪০)। কুর্মিটোলায় নিহত রাজা শ্রীলঙ্কার নাগরিক এবং স্কেন ওয়েল লজিস্টিকসের ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু জানান, বিকেল ৪টা ৩৮ মিনিটের দিকে আব্দুল্লাহ আল ফারুক মারা যান। তাকে অজ্ঞান অবস্থায় ঢাকা ঢামেকে আনা হয়। হাসপাতালে আনার পরও তার জ্ঞান ফেরেনি।

কুর্মিটোলা হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে বনানীর অগ্নিকাণ্ডে আহত অর্ধশত জনকে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২তলা ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।

এই বিভাগের আরও খবর