,

বজ্রসহ বৃষ্টিতে বাড়বে শীতের তীব্রতা

বিডিনিউজ ১০, ডেস্করাজধানীসহ সারা দেশে বিভিন্ন স্থানে বুধবার (২৯ জানুয়ারি) থেকে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, বুধবার সন্ধ্যার পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। তবে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সেই সঙ্গে তিন দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোর ও তেঁতুলিয়ায় এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

এই বিভাগের আরও খবর