বিনোদন ডেস্ক: চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল ফের নানা হয়েছেন। ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার রাজধানীর একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন। নবজাতকের নাম রাখা হয়েছে ওরাহ রহমান ওযজি। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।
ওলিজা নিজেই সুসংবাদটি জানিয়েছেন।
কন্যার সঙ্গে ছবি প্রকাশ করে ওলিজা ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ্। আমাদের কন্যা সন্তান হয়েছে। দেখুন-ওরাহ রহমান ওযজি’কে। মনোয়ার পরিবারের প্রথম নাতনী। আমাদের জন্য প্রার্থনা করবেন। আল্লাহ হুম্মা বারিকলানা।’
এরআগে ২০১৯ সালের ১০ নভেম্বর প্রথম পুত্রসন্তানের জন্ম দেন ডিপজলের কন্যা।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৯ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে গাঁটছড়া বাঁধেন ওলিজা ও অর্পণ রহমান। ২৮ জুন হয় বড় বিবাহোত্তর সংবর্ধনা। ওলিজার স্বামী অর্পণ, পেশায় ব্যবসায়ী।