-
- বিনোদন
- ‘পাগল তোর জন্য রে’ খ্যাত শিল্পীর নতুন গান
‘পাগল তোর জন্য রে’ খ্যাত শিল্পীর নতুন গান
- নিউজ ডেস্ক
- প্রকাশের সময় November, 21, 2020, 8:39 am
বিনোদন রিপোর্ট: ‘পাগল তোর জন্য রে’, ‘এক মুঠো স্বপ্ন’, ‘একলা প্রহর’সহ বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেলাল খান।
তারই ধারাবাহিকতায় এবার প্রকাশ হয়েছে জনপ্রিয় এই শিল্পীর নতুন গান ‘দহন জ্বলে পুড়ে মন’। এমন কথায় গানটি সুর করার পাশাপাশি লিখেছেন আকাশ নিবির। সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ।
গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন, গানটির কথা, সুর ও সংগীত আয়োজন অনেক সুন্দর হয়েছে। ‘দহন জ্বলে পুড়ে মন’ গানটি আমারও খুব পছন্দের। মজার ব্যাপার হল- গানটিতে মডেল হয়েছেন আলোচিত মডেল নায়লা নাঈম ও আকাশ নিবির নিজেই। গানটির মিউজিক ভিডিও ঢাকা ইউনিভার্সিটির জয়কালী মন্দিরে চিত্রায়িত হয়েছে। ভিডিওটিও বেশ ভালো হয়েছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
গানটির মিউজিক ভিডিও মুক্তি দেয়া হয়েছে ব্যাঙ প্রডাকশন অফিসিয়াল নামক একটি ইউটিউব চ্যানেলে।
এই বিভাগের আরও খবর