,

পঞ্চগড়ে ১০ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

বিডিনিউজ ১০ ডটকম, পঞ্চগড়: পঞ্চগড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শুক্রবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজাকে প্রধান করে পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে তেঁতুলিয়া-ঢাকা মহাসড়কের দশমাইল এলাকায় যাত্রীবাহী বাস ও বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ জন নিহত এবং অন্তত ২০ আহত হন। নিহতরা জেলার তেঁতুলিয়া, বোদা ও সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনসহ প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে আহত ও নিহতদের খোঁজ খবর নেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে নগদ ২০ হাজার করে মোট দুই লাখ টাকা প্রদান করা হয়।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, পঞ্চগড়ে এটিই সবচেয়ে বড় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঘটনার পর আমরা তাৎক্ষনিক নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর