,

‘নৌকার প্রার্থী আতঙ্ক সৃষ্টি করেছেন’

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী আতঙ্ক সৃষ্টি করেছেন বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।

মোতাহেরুল ইসলাম চৌধুরী ও তার অনুসারীদের সহিংস আচরণ, হামলা-ভাঙচুর ও প্রচারণায় বাধা প্রদানের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সামশুল হক চৌধুরী এমপি। গত বুধবার বিকেলে উপজেলার কাশিয়াইশ এলাকায় নির্বাচনী প্রচারে গেলে সামশুল হক চৌধুরী ও তার অনুসারীদের গাড়ি চাকা কেটে দেওয়া হয়। সামশুলের অভিযোগ, মোতাহেরুলের অনুসারীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে।

সংবাদ সম্মেলনে সামশুল হক চৌধুরী বলেন, ‘একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রার্থী মোতাহের ও তাদের অনুসারীদের এমন ঘৃণ্য কর্মকাণ্ড এখনই বন্ধের দাবি জানাচ্ছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘নৌকার প্রার্থী এলাকায় যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে- তা বন্ধ না হলে ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতিও কমে যাবে বলে আশঙ্কা করছি। আর যদি পরিবেশ সৃষ্টি হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষ যোগ্য প্রার্থীকেই বেছে নেবে বলে আমার বিশ্বাস।’

একসময়ের ঘনিষ্ট মোতাহেরুল ইসলাম চৌধুরী কেন তার উপর হামলা করাচ্ছেন- এমন প্রশ্নের জবাবে সামশুল বলেন, ‘উনি সুযোগ বুঝে কোপ মারেন। পৃথিবীর ইতিহাসে দেখেছি, নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে মীরজাফর ছিল, বঙ্গবন্ধুর সঙ্গে খন্দকার মোশতাক ছিল। আমার সঙ্গে থেকে তিনি আমার পিঠে ছুরি মেরেছেন। একটা চক্র উনাকে পরিচালিত করছে।’

অভিযোগ প্রসঙ্গে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, ‘বুধবারের যে ঘটনার কথা বলা হচ্ছে, বিক্ষুব্ধ হয়ে স্থানীয়রা সেটি ঘটিয়েছে। সেখানে ১২০০ কোটি টাকার বেড়িবাঁধ প্রকল্পে অনেক মানুষের জমি যথাযথ ক্ষতিপূরণ না দিয়ে নেওয়া হয়েছিল। তারা ক্ষুব্ধ হয়ে এটা করেছেন।’

তিনি বলেন, ‘পটিয়ায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। অন্য কোনো প্রার্থী এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি। নিজেরা এ ধরণের ঘটনা ঘটিয়ে শুধু তিনিই আমার কাঁধে দোষ চাপাতে এসব বলছেন।’

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এবার তিনি দলের মনোনয়ন পাননি। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এই আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। যিনি কিছুদিন আগেও সামশুল হকের ঘনিষ্ট হিসেবে পরিচিত ছিলেন।

এই বিভাগের আরও খবর