,

চেয়ারম্যান-মেম্বারদের দ্বন্দ্বে ইউপি কার্যালয়ে তালা

জেলা প্রতিনিধি, জামালপুর: জামালপুরের বকশীগঞ্জের বগারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন ইউপি সদস্যরা।

সোমবার (২১ আগস্ট) ইউপি চেয়ারম্যান পরিষদে না থাকার সুযোগে পরিষদের প্রতিটি রুমে তালা দেন তারা। এতে পরিষদের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। চেয়ারম্যান ও মেম্বারদের বিরোধিতার জেরে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমানিক মাসুমের সঙ্গে ইউপি সদস্যদের বিরোধ চলে আসছে। তার বিরুদ্ধে আনাস্থাসহ বিভিন্ন আন্দোলনও করেছেন ইউপি সদস্যরা। চেয়ারম্যানের নামে একাধিক মামলাও করেছেন তারা।

ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমানিক মাসুম বলেন, একটি কুচক্রী মহলের ইন্ধনে মেম্বাররা কোনো কারণ ছাড়াই আমার বিরোধিতা করছেন।

তারা আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়েছেন। আমি আইনগতভাবে সেগুলো মোকাবেলা করছি।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুতফুন নাহার মুঠোফোনে বলেন, বিষয়টি আমি শুনেছি এবং পরিষদের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তাদেরকে পরিষদের তালা খুলে দিতে বলা হয়েছে।

এদিকে পরিষদে তালা দেওয়ায় সেবা কার্যক্রম বন্ধ আছে। সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন জনগণ। জন্মনিবন্ধন করতে আসা শেফালী বেগম বলেন, ছেলের জন্মনিবন্ধনের জন্য পরিষদে এসেছিলাম। এসে দেখি পরিষদ তালা। তাই জন্ম নিবন্ধন না নিয়েই ফেরত যাচ্ছি।

এই বিভাগের আরও খবর