,

গোপালগঞ্জে ক্লিনিক মালিককে জরিমানা

গোপালগঞ্জের নিউ মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যামান আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের পাঁচুড়িয়ায় নিউ মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ডায়াগনসিটক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যামান আদালত।

সোমবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট অফিয়া সারমীন ও মোসা. তামান্নার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের বাইরে কয়েকগুন বেশী অর্থ আদায় করা হচ্ছিল।

সাধারণ শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসা মানুষদের বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা করাতে বাধ্য করে অর্থ আদায় এবং এসব পরীক্ষায় গুনগত মানহীন রি-এজেন্ট ব্যবহার করার অভিযোগ রয়েছে ডায়গনস্টিক কর্তৃপক্ষের বিরুদ্ধে।

এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়গনিস্টিক ওনার্স এসোসিয়েশনের গোপালগঞ্জের সভাপতি ডাঃ আবিদ হাসান স্বাক্ষরিত বিভিন্ন ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য ক্লিনিকের দেয়ালে লটকানো মূল্য তালিকার চার্টকে অবৈধ ঘোষনা এবং সেখান থেকে তা নামিয়ে ফেলার নির্দেশ দেন। এসময় ক্লিনিকের বিভিন্ন রেজিস্ট্রার ও কাগজপত্র জব্দ করা হয়।

গোপালগঞ্জের পাঁচুড়িয়া এলাকার এ্যাডভোকেট কদরে আলম খান (আত্তাব) নিউ মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের সত্বাধিকারী বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর