,

ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। এই ক্ষেপণাস্ত্রের নাম গজনবী। এটি বিভিন্ন ধরনের অস্ত্র বহনে সক্ষম।

সামরিকবাহিনীর জনসংযোগ শাখার বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, পাকিস্তানের আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের মহড়ার সময় বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। দিনে ও রাতে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতির অবস্থা জানতেই মহড়াটির আয়োজন করা হয়েছিল।

পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র ২৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্ধারিত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। বিভিন্ন ধরনের অস্ত্র বহনের কথা বলা হলেও এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহন করতে পারে কি না তা জানানো হয়নি।

গজনবী ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় পাকিস্তানের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের মহড়া ও সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণের পর সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশটির স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশনের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল নাদিম জাকি।

এই বিভাগের আরও খবর