,

কোটালীপাড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে মসজিদে আগুন, আটক ৩

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মসজিদ নির্মাণ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে টিনের তৈরি একটি মসজিদে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আগুনে ঘরটি অধিকাংশই পুড়ে গেছে। মসজিদে রাখা কোরআন শরীফসহ অনেক ধর্মীয় বই পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার তারাশী গ্রামের মোহাম্মদ তালুকদারের বাড়ির জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য শাহানুর শেখ বলেন, মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুগ্রুপের মাঝে বিরোধ চলে আসছে। মসজিদটি তারাশী গ্রামের মোহাম্মদ তালুকদারের ৮ ছেলে নির্মাণ করেছেন। কিন্তু এই জায়গা নিয়ে মোহাম্মদ তালুকদারের ভাই আহম্মদ তালুকদারের সঙ্গে বিরোধ আছে। তবে এই কাজ যারাই করে থাকুক না কেন তারা অত্যন্ত একটি জঘন্য কাজ করেছে।

মোহাম্মদ তালুকদারের ছেলে আমিনুল তালুকদার বলেন, ‘রাত দেড়টার দিকে মসজিদে আগুন দেখতে পেয়ে আমি দৌড়ে মসজিদের কাছে যাই। তখন আমি ঘটনাস্থল থেকে আমার চাচা আহম্মদ তালুকদার ও টিপু তালুকদারকে দৌড়ে যেতে দেখেছি। আমার ধারণা তারাই মসজিদে আগুন দিয়েছে।’

এ ব্যাপারে টিপু তালুকদার বলেন, ‘বিরোধপূর্ণ জায়গায় আমার ভাতিজা আমিনুলরা মসজিদ নির্মাণ করেছে। এখন তারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে আমাদের দোষারোপ করছে। আমরা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাইনি।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, ‘ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখি যে, চাচাতো ভাইদের ফাঁসানোর জন্যই গ্রেপ্তারকৃত আমিনুল তালুকদার, হাফিজুল তালুকদার ও টিপু তালুকদার নিজেদের মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এই বিভাগের আরও খবর