,

কাশিয়ানীতে সড়কে বাস উল্টে নিহত বেড়ে ৬

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়কে বাস উল্টে নিহতের সংখ্যা বেড়ে ছয়-এ দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার বেলা ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসযাত্রীরা হলেন নড়াইলের নড়াগাতী উপজেলার ডুমুরিয়া গ্রামের গফ্ফার মোল্লা (৭০), কিবরিয়া মোল্যা (৫০), চাঁনমিয়া (৩২), আসলাম শেখ কালা (৩৫), রাব্বি খান (২২) ও যোগানিয়া গ্রামের লোকমান মিয়া (৬০)।

ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ পরিচালনা করে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান বলেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ব্যাসপুরগামী একটি যাত্রীবাহী লোকাল বাস কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের উপর উল্টে পড়ে।

এতে ঘটনাস্থলেই বাসের তিন বাসযাত্রী নিহত হন। আহত হন অন্তত ২০ জন। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

ওসি বলেন, আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ফরিদপুরে নেওয়ার পথে রাব্বি খাঁ এবং নেওয়ার পর আসলাম শেখ কালার মৃত্যু হয়।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতরা বাসের ছাদে করে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় পাট কাটতে যাচ্ছিলেন। তারা দিনমজুরের কাজ করতেন।

এই বিভাগের আরও খবর