,

কাশিয়ানীতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, বাড়িঘর ভাংচুর

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: পূর্বশত্রুতার জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল মান্নান শেখ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় প্রায় ২৫টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার খায়েরহাট উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান শেখ ওই গ্রামের গ্রামের বাসিন্দা। তিনি মৃত নেছার উদ্দীনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য নিয়ে পূর্বশত্রুতার জের ধরে ওই এলাকার আব্দুল মান্নান শেখ ও হেমায়েত শেখের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার ভোরে দু’পক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আব্দুল মান্নান শেখসহ উভয়পক্ষের ৫ জন আহত হন। গুরুতর আহত আব্দুল মান্নান শেখকে স্থানীয়রা কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার ভোরে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় হেমায়েত শেখ নামে একজনকে আটক করা হয়েছে। ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর