,

কবিরহাটে আ’লীগ প্রার্থীর বিজয়

কামরুন নাহার শিউলি, ফরিদা ইয়াসমিন ও নজরুল ইসলাম।ছবি-সংগৃহীত

নোয়াখালী, কবিরহাট: নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কামরুন নাহার শিউলি। এ নিয়ে তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তিনি পেয়েছেন মোট ৯১৯৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলাবক্স তাহের টিটু আনারস প্রতীক নিয়ে ৪৫২০ ভোট পেয়েছেন।

এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নজরুল ইসলাম চশমা প্রতীকে ৫৩৯৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. নুরুল আলম ভূঁইয়া টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬শত ৭৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন (কলস) প্রতীকে ৪৩২৭০ ভোট পেয়ে নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহানা আক্তার পদ্মফুল প্রতীক নিয়ে পেয়েছেন ২৯৮৫৩ হাজার ভোট।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৬১টি ভোট কেন্দ্রে ভোট পড়েছে ৬৮ শতাংশ। উপজেলা রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম রাত সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর