,

‘কনেকে বরের প্রেমিকার মারধর’, বি‌য়ে পণ্ড

জেলা প্রতিনিধি, বরিশাল:  বরিশালে বিয়ে বাড়িতে ঢুকে কনেকে মারধরের অভিযোগ পাওয়া গেছে বরের প্রেমিকার বিরুদ্ধে।

প্রেমিকার উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন বর। আর প্রেমিকা দাবি করা তরুণীর কাণ্ডে কনের পরিবার বিয়ে পণ্ড করে দিয়েছে।

শুক্রবার দুপুরে বরিশাল শহরতলীর চরআবদানি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে গ্রামের ১৮ বছরের এক মেয়ের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় পাশের মহাবাজ এলাকার মৃদুলের সঙ্গে। সকাল থেকে কনের বাড়িতে বিয়ের কার্যক্রম শুরু হয়। জুমার নামাজের পর বিয়ে সম্পন্নের প্রস্তুতি চলছিল।

জুমার আগ মুহূর্তে মৃদুলের বাড়ির পাশের এক তরুণী তার বোন ও মাকে নিয়ে কনের বাড়িতে হাজির হন। ওই তরুণী নিজেকে মৃদুলের প্রেমিকা দাবি করে কনেকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এক পর্যায় স্থানীয় মুরুব্বিরা প্রেমিকা দাবি করা তরুণীর অভিযোগ শুনে এবং কনের পরিবারের সম্মতিতে বিয়ে বাতিল করে দেন।

স্থানীয় মারুফ হোসেন জানান, প্রেমিকা দাবি করা ওই তরুণী বিয়ের আসরে মৃদুলের সঙ্গে তার সাড়ে সাত বছরের প্রেমের নানা ঘটনা প্রমাণসহ তুলে ধরেন। এর মধ্যেই কনের বাড়িতে বর সেজে আসা মৃদুল পালিয়ে যান।

কনের বাবা জানান, মেয়েকে মৃদুলের সঙ্গে বিয়ে না দেয়ার সিদ্ধান্ত বর পক্ষকে জানিয়ে দেয়া হ‌য়ে‌ছে। বর পক্ষের লোকজন না খেয়েই ঘটনাস্থল ত্যাগ করেন।

চরবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল খান বলেন, ‘এমন ছেলের সঙ্গে বিয়ে না দেয়ার সিদ্ধান্ত নেন কনের বাবা। মৃদুলের প্রেমিকাকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা। ওই মেয়ের পরিবার থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।’

এই বিভাগের আরও খবর