,

ঈদের একাধিক অনুষ্ঠান নিয়ে আসবেন আনজাম মাসুদ

বিডিনিউজ ১০, বিনোদন ডেস্কজনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ দীর্ঘ বাইশ বছরের মিডিয়া জীবনে এক ঈদে কখনোই একাধিক অনুষ্ঠানে উপস্থিত হননি। এবারই প্রথম তাকে দেখা যাবে তিনটি অনুষ্ঠানে তিনটি চ্যানেলে।

বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ প্রচারিত হবে ঈদের পরদিন রাত সাড়ে দশটায়। এই অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা, নির্দেশনা ও উপস্থাপনা করেছেন আনজাম মাসুদ।

পাশাপাশি এবার তিনি অতিথি হয়ে আসছেন এনটিভির বিশেষ আয়োজন ‘আড্ডা কথার জাদুকর’- এ। এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে উপস্থাপকদের নিয়ে।

‘সেলিব্রেটি আড্ডা’ শীর্ষক আরেকটি অনুষ্ঠানেও দেখা যাবে তাকে। অনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলায়। শেষের অনুষ্ঠানেও তিনি অতিথি হয়ে থাকছেন।

প্রথমবারের মতো কোনো ঈদে একসঙ্গে একাধিক অনুষ্ঠান নিয়ে হাজির হতে যাওয়াকে ক্যারিয়ারের জন্য দারুণ একটা প্রাপ্তি বলে মনে করছেন আনজাম মাসুদ। তিনি বলেন, ‘চেষ্টা করেছি কিছু আনন্দময় অনুষ্ঠান উপহার দিতে। দর্শক উপভোগ করলেই সব চেষ্টা ও শ্রম স্বার্থক হবে।’

এই বিভাগের আরও খবর