,

আমরা সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা চাই না : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা আর সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা চাই না। চাকরি প্রত্যাশীরা বলে চাকরি নেই, দাতারা বলেন, চাকরি দেওয়ার জন্য যোগ্য প্রার্থী পাই না।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার রূপসায় অবস্থিত ‘সরকারি বঙ্গবন্ধু কলেজের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে অধিক শিক্ষার্থী যেন উদ্যোক্তা হতে পারে সে লক্ষ্যে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বর্তমানে কারিগরি শিক্ষায় ভর্তির হার ১৭ শতাংশ। তবে ২০৩০ সালের মধ্যে এই হার ৩০ শতাংশে উন্নীত করা হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে শিক্ষার মানোন্নয়নে অধিক মনোযোগী সরকার। শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে শিক্ষায় ব্যাপক বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডা. দীপু মনি বলেন, ‘বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত এই কলেজের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করতে হবে। নিজেদের এমন ভাবে গড়ে তুলতে হবে যেন সারাদেশের জন্য অনুকরণীয় হয়। দ্রুত পরিবর্তনশীল তথ্যপ্রযুক্তি ব্যবহারে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।’

কলেজের অধ্যক্ষ সরকার ফেরদৌস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার এসএম শাফিউল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, রূপসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার ও সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে যশোর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আমীর হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনার পরিচালক মো. হারুনুর রশীদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর