,

‘আমরা ভুল থেকেই শিক্ষা নিব’

বিনোদন ডেস্ক : বলিউডের মিস্টার পারফেক্টশনিস্টখ্যাত তারকা আমির খান। তার সিনেমা মানেই বক্স অফিসে বাজিমাত। বিগত কয়েক বছর ধরে এমনটাই হয়ে আসছে। কিন্তু তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত থাগস অব হিন্দুস্তান সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। দর্শক- সমালোচকরাও সিনেমাটি নিয়ে সমালোচনায় মুখর হন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে সিনেমাটির ব্যর্থতা নিয়ে কথা বলেছেন আমির খান। তিনি বলেন, ‘আমি যে সকল পরিচালকের সঙ্গে কাজ করেছি তারা সবাই অনেক ভালো এবং তাদের উদ্দেশ্যও ভালো। আমরা সবাই ভালো সিনেমা নির্মাণ করতে চাই, কিন্তু সব সময় তা হয় না। সিনেমা নির্মাণ অনেক কঠিন। আমি দলীয়ভাবে কাজ করি। যদি আমার পরিচালক ভুল পথে যান তাহলে আমিও ভুল পথেই যাব। তবে পরিচালকের মন মতো কাজ করে ব্যর্থ হলে আমি কিছু মনে করব না। আমার এতে কোনো সমস্যা নেই। আমি পরিচালকের ওপর বিশ্বাস রাখি, তিনি ভুল করলে আমিও করব। আমরা ভুল থেকেই শিক্ষা নিব।’

সিনেমাটির ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে এ অভিনেতা বলেন, ‘দর্শক আমার নাম দেখেই সিনেমা দেখতে এসেছিল। সুতরাং দায়টা আমার। দর্শকের কাছে আমি ব্যক্তিগতভাবে পুরোপুরি এর দায় নিচ্ছি। আমাকে অনেকজন জানিয়েছে, তাদের সিনেমাটি ভালো লেগেছে। কিন্তু আমি এই বিষয়গুলো বিবেচনা করি না। আমি মনে করি দর্শকরা কী চায় তা জানানোর অধিকার তাদের রয়েছে এবং তারা এ নিয়ে সমালোচনাও করতে পারেন। যদি কিছুটা সমালোচনা হয়ে থাকে তবে তা ঠিক আছে। অন্যদিকে আমিও অনেকদিন থেকে ফ্লপ সিনেমা উপহার দিইনি। মানুষ আমার প্রতি তাদের রাগ উগড়ে দিতে পেরেছেন, এটিও ভালো দিক। অনেকদিন পর আমিও একটি ব্যর্থতার স্বাদ পেলাম।’

দীপাবলী উপলক্ষে গত ৮ নভেম্বর মুক্তি পায় থাগস অব হিন্দোস্তান। কিন্তু শুরু থেকেই সিনেমাটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন দর্শক-সমালোচকরা। এতে আমির খান ছাড়াও অভিনয় করেছেন-অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ প্রমুখ।

এই বিভাগের আরও খবর