,

আতশবাজিতে ‘চোখ হারাতে’ বসেছে তরুণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদ রাতের আনন্দ উদ্‌যাপন করতে ইদ্রিস হাওলাদার নিজে আতশবাজি বানিয়ে ফুটাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত আতশবাজিতে ঝলসে গেছে তাঁর ডান হাত ও ডান চোখ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর