,

দৌলতদিয়া ফেরিঘাটে মানুষের ঢল

জেলা প্রতিনিধি, রাজবাড়ি: করোনা সংক্রমণ বৃদ্ধিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এতেই ঢাকা ছাড়ছে সাধারণ মানুষ।
দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আজও মানুষের ঢল নামতে দেখা গেছে। প্রতিটি ফেরিতে গাদাগাদি করে কোনো প্রকার স্বাস্থ্যবিধি না মেনে পার হচ্ছে মানুষ।

সরেজমিনে দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, বাস চলাচল বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ট্রাকের ছাদে করে বাড়ি আসছে। এছাড়াও পথে পথে ভাড়া গুণতে হচ্ছে কয়েকগুণ বেশি।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক ফিরোজ শেখ জানান, লকলাউনের কারণে নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। নদীর দুই পাড়েই আটকে পড়েছে শত শত যানবাহন। তবে আটকে থাকা ফেরিগুলোকে ১৪টি ফেরি দিয়ে পারাপার করার চেষ্টা করা হচ্ছে। যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে প্রাইভেটকার মাইক্রোবাস ও যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। যে কারণে পণ্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষা করতে হচ্ছে। আটকে থাকা যানবাহনগুলোকে রাতের মধ্যেই পার করে দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর